বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষে সচেতনতা বাড়াতে বিশেষ আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
সোমবার (২৮ জুলাই) হাসপাতালটির কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় লিভার স্বাস্থ্য রক্ষায় আগাম সনাক্তকরণ, টিকাদান ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিওও সামির সিং এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির বিশিষ্ট চিকিৎসকরা।
তারা বলেন, হেপাটাইটিস এক নীরব ঘাতক। প্রাথমিক স্ক্রিনিং, জীবনযাপন পদ্ধতির পরিবর্তন ও আধুনিক চিকিৎসায় এই রোগ প্রতিরোধ সম্ভব।
ডা. সন্দীপ ধাওয়ান, ডা. মুশফিকুল আবরার ও ডা. এস. এম. সোহেল রানা হেপাটাইটিস সম্পর্কে তথ্য তুলে ধরেন।
তারা জানান, সময়মতো চিকিৎসা ও সচেতনতা এই রোগ থেকে সুরক্ষার মূল চাবিকাঠি।
চট্টগ্রামে এমন উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
এভারকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করাই তাদের অঙ্গীকার।