চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির একমাত্র অনুমোদিত অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। চট্টগ্রামে ইউসিবিডি আয়োজন করছে ‘মোনাশ অ্যাডমিশন ক্যাম্প।’
উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আয়োজিত এ ক্যাম্পটি আগামী ৯ ও ১০ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউসিবিডি’র চট্টগ্রাম কার্যালয়ে (এরিয়াল লেজেন্ড, ৭ম তলা, জিইসি সার্কেল) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখানে কোর্স নির্বাচন, স্কলারশিপের সুযোগ ও ভর্তিপ্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ইউসিবিডির অভিজ্ঞ অ্যাকাডেমিক কাউন্সেলররা ক্যাম্পে সরাসরি উপস্থিত থেকে ও-লেভেল, এ-লেভেল, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদে উচ্চ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিবেন। এছাড়াও, অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থাকবেন ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট প্রফেসর হিউ গিল এবং প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
যেসব শিক্ষার্থী মোনাশ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামে ভর্তি হতে চান, তারা এই ক্যাম্পের মাধ্যমে নিজেদের যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তির সুযোগ পাবেন।
এছাড়াও, বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে যারা মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় ইউসিবিডি’র মাধ্যমে ট্রান্সফার হতে চান তাদের আন্তর্জাতিক শিক্ষাজীবনকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে ইউসিবিডির এক কালীন আর্থিক শিক্ষা উপবৃত্তির (বার্সারি)। ইউসিবিডির পক্ষ থেকে প্রথম বর্ষেই দেয়া হবে ৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
বাংলাদেশে ইউসিবিডির শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই মোনাশ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বিবেচিত হন, কারণ ইউসিবিডির কারিকুলাম, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম সরাসরি মোনাশ কর্তৃপক্ষ পরিচালনা করেন।
উল্লেখ্য, ইউসিবিডি’র শিক্ষার্থীদের মোনাশের মুডল লার্নিং সিস্টেমের সাথে পরিচিত করানো হয়, যাতে করে তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে সেখানে থেকে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন।
প্রকৃতপক্ষে, চট্টগ্রামের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইউসিবিডি’র এই অ্যাডমিশন ক্যাম্প অনন্য সুযোগ তৈরি করে দিবে। বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীরা ভিজিট করুন।